আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ০২:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহা-পরিচালক মোঃ আব্দুল কাইয়ূম।
মৌলভীবাজার সদর এসিল্যান্ড সানজিদা আক্তার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসিরন চৌধুরী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপ-পরিচালক মোঃ শাহ নেওয়াজ হোসেন।
মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৪০ জন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।