আজ মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে এনসিপি’র ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে এনসিপি’র ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা

Sharing is caring!

Manual2 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার জন্য ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (১৮জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual6 Ad Code

খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করে গঠিত এ কমিটি পরবর্তী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত জেলা পর্যায়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সমন্বয়কারী ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ, সৌমিত্র দেব ও সদস্যরা হলেন, এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ, হোসাইন আহমদ।

দলীয় সূত্র জানায়, এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দলকে শক্তিশালী করতে সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে খালেদ হাসান বলেন, ‘জেলার রাজনীতিতে এনসিপির অবস্থান সুদৃঢ় করতে সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’

Manual3 Ad Code

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code