আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ আর অবহেলিত থাকবে না : মিফতাহ্ সিদ্দিকী

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ আর অবহেলিত থাকবে না : মিফতাহ্ সিদ্দিকী

Sharing is caring!


Manual7 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষা ও অবহেলার শিকার ছিল এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ। একটি শিক্ষাপ্রতিষ্ঠান যতদিন অবহেলিত থাকে, ততদিন সেই অঞ্চলের শিক্ষার্থীরা তাদের প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে পারে না।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা ও বৈষম্যের শিকার কাঙ্ক্ষিত সহযোগিতার অভাবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছিল। কিন্তু সেই হতাশার দিন এখন অতীত হতে চলেছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ও প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ আর অবহেলিত থাকবে না। শিক্ষার মানোন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব ও এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক, প্রগতিশীল ও মানসম্মত শিক্ষালয়ে পরিণত করব। এ কলেজের প্রতিটি ছাত্র-ছাত্রী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে তাদের অবস্থান তৈরি করতে পারে- সেটাই আমাদের লক্ষ্য।
বুধবার (১৮ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আশা করি, এই কলেজ থেকে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, তারা ভালো ফলাফল অর্জন করবে। শুধু পাস নয়, তারা যেন উচ্চমানের ফলাফল অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে- এটাই আমাদের প্রত্যাশা। এই শিক্ষার্থীরাই একদিন নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতায় কলেজের নাম উজ্জ্বল করবে, পরিবার, সমাজ এবং দেশকে গর্বিত করবে।
তিনি আরো বলেন, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সম্ভাবনা অনেক। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা। আমি শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই- আসুন, আমরা একসাথে কাজ করি এই শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে। শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি, আর সেই চাবিকাঠি যেন এ অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে- সেই প্রচেষ্টা আমাদের চলমান রাখতে হবে। আমি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই ও কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মূর্শেদ আলমের সভাপতিত্বে ও অধ্যাপক মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল আদনান, কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াত আমীর ফয়জুর রহমান, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, আসাদুল হক আসাদ, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা মিয়া, এম সাইফুর রহমান কলেজের গর্ভনিং বডির সদস্য আজমান আলী, এম সাইফুর রহমান কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য জুয়েল আহমদ, অধ্যাপক অর্থনীতি বিভাগ আব্দুর রশিদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মো: আব্দুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ উজ্জল চৌধুরী, সহ অধ্যাপক বিপ্রশ রঞ্জন রায়, সহ অধ্যাপক নওশাদ হোসেন, সহ অধ্যাপক শামীম আরা বেগম, সহ অধ্যাপক জাহাঙ্গীর সেলিম, সহ অধ্যাপক ইকবাল হোসেন, প্রভাষক গিয়াস উদ্দিন, প্রভাষক কমলেশ বিশ্বাস, প্রভাষক সব্যসাচী, প্রভাষক আশরাফ হোসেন, জাকির হোসেন, আল আমীন, বাবুল চন্দ্র, মনিকা বেগম প্রমূখ।
Manual1 Ad Code
Manual8 Ad Code