আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কিডনি আক্রান্ত শিশু শোহারার পাশে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

editor
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ণ
কিডনি আক্রান্ত শিশু শোহারার পাশে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

Sharing is caring!


Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
ফয়েজ চৌধুরী, লোহাগাড়ার “মানবতার ফেরিওয়ালা” নামেই পরিচিত। তিনি লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন-এর প্রধান সমন্বয়ক। লোহাগাড়ার আশেপাশে যখনই কোনো অসহায় মানুষের খবর পান, তিনি ছুটে যান। কখনো সংগঠনের পক্ষ থেকে, আবার কখনো নিজের উদ্যোগে তিনি অসহায়দের সাহায্য করেন।
সম্প্রতি, উপজেলার চরম্বার তিন বছর বয়সী শিশু শোহারা আক্তার কিডনি রোগে আক্রান্ত শুনে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। শিশু শোহারার ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার উপায় খুঁজতে থাকেন। তাই তিনি সংগঠনের বাইরেও নিজ উদ্যোগে দেশে ও প্রবাসে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে সাহায্যের জন্য যোগাযোগ করেন।
বৃহস্পতিবার ( ১৯ জুন) শিশু শোহারার পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এ অনুদানের উপহার।
শিশু শোহারার পরিবার এই অপ্রত্যাশিত উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলে, তাদের চোখে যেন খুশির জোয়ার নেমে আসে।
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এই অনুদান দেওয়ার সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর প্রধান সমন্বয় ফয়েজ চৌধুরীর জানান, মানবতার কল্যাণে আমাদোর এ ধরণের উদ্যাগ সব সময় চলমান থাকবে। শিশু শোহারার জন্য জরুরি ভিত্তিতে কালেকশন করে ৫০ হাজার টাকা তার পরিবারের হাতে পৌঁছে দিয়েছি। যেহেতু শিশু শোহারার এ চিকিৎসা দীর্ঘ চলমান রাখতে হবে এবং এ চিকিৎসা ব্যয়বহুল, তাই আমাদের এ চিকিৎসা কালেকশন চলমান থাকবে। শিশু শোহারাসহ ইনশাআল্লাহ লোহাগাড়ার কোন মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে না হয় মত আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব।
Manual1 Ad Code
Manual6 Ad Code