আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক বিরোধী  সভা ও র‍্যালি অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০১:৫৫ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদক বিরোধী  সভা ও র‍্যালি অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

Sharing is caring!

Manual1 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) (গাজীপুর):
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সেভেন স্টার স্পোর্টিং ক্লাব ও খৈকড়া একতা ফোরামের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে র‌্যালিটি উত্তর খৈকড়া মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
আলোচনা সভায় কালীগঞ্জ সরকারি শ্রমিক  কলেজের শিক্ষার্থী রাশিদুল ইসলাম জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গফরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য কাজী মাহবুব হাসান সবুজ, খৈকড়া একতা ফোরাম ক্লাবের সভাপতি মিনহাজ আবেদিন বিশাল, কালীগঞ্জ থানা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, রফিকুল ইসলাম দর্জি, আহমাদুল কবির খান নাঈম, কাজী ফুরকান আলী, মুক্তিযোদ্ধা ফজলুল হক, অলিউল্লাহ, মজিদ বাগমার, সাকের শেখ, খতিব আল আমিন, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের নেতা মো: মারুফ মিয়া, সেভেন স্টার স্পোটিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের সম্পাদক সাকের শেখ ও হাসান ভূঁইয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,“মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজকে বাঁচাতে হলে সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন।
Manual1 Ad Code
Manual7 Ad Code