আজ বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৫, ০২:২৯ অপরাহ্ণ
ভোলার কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Sharing is caring!


Manual6 Ad Code
গাজী তাহের লিটন, ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্র শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ সাদী হাওলাদার। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান শিহাব। তিনি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার জ্ন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: গভর্ণিং বডির  সদস্য অধ্যাপক ফিরোজ আলম, সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা, সহকারী অধ্যাপক মাহাববুর রহমান ও মাওলানা মো. ইয়াহিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক গাজী তাহের লিটন। তিনি বলেন, আগামীর পথচলায় বিদায়ী শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ মানুষ গড়ার কারখানা। তিনি,  পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য পড়াশোনায় মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:  মধ্য চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাতাব্বর।
পুরো অনুষ্ঠান চমৎকার উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন, প্রভাষক আমিনুল ইকরাম। এছাড়া, বিদায়ী পরীক্ষার্থী ও অধ্যয়ণরত শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করা হয়।
ভোলার স্বনামধন্য এই কলেজ হতে এবছর ১৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
প্রাণোবন্ত অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আবেগঘন পরিবেশে দোয়া পরিচালনা করেন, ভৈরবগঞ্জ ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল।
Manual1 Ad Code
Manual3 Ad Code