আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চবি উপাচার্যের সাথে একুশে পদকপ্রাপ্ত ঢাবি প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সৌজন্য সাক্ষাৎ

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ০৬:৪০ অপরাহ্ণ

Sharing is caring!

Manual4 Ad Code
উৎফল বড়ুয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউম্যারারি প্রফেসর এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (২৫ নভেম্বর, ২০২৪) সকাল ১০:৩০ টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পালি বিভাগের সভাপতি জনাব শাসনানন্দ বড়য়া রুপন, উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ ধর্মমন্ত্রাণালয় কর্তৃক নব গঠিত ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য জনাব রুবেল বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস-চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি জনাব নৃপতি রঞ্জন বড়ুয়া উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অতিথিদের অবহিত করেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তারা উভয়ে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কেও আলাপ-আলোচনা করেন। আগামীতে নানা বিষয়ে একসাথে একাডেমিক কাজে সম্পৃক্ত হয়ে দেশের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া তাঁর রচিত শ্রীলঙ্কার সংক্ষিপ্ত ইতিহাস এবং দাম্বুলার আন্তজার্তিক কনফারেন্স; একটি সমীক্ষা, বৌদ্ধ ধর্ম-দর্শনের সহজ ব্যাখ্যা এবং অন্যান্য প্রসঙ্গ, ‘সৌগত’ ম্যাগাজিনের শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান সংখ্যা মাননীয় উপাচার্যকে উপহার হিসেবে প্রদান করেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code