আজ বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হোল্ডিং ট্যাক্স ১০% বৃদ্ধি, বিভ্রান্তির অবসান; কালীগঞ্জে হোল্ডিং ট্যাক্স ইস্যুতে পৌরবাসীর সঙ্গে ইউএনওর সরাসরি সংলাপ

editor
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
হোল্ডিং ট্যাক্স ১০% বৃদ্ধি, বিভ্রান্তির অবসান; কালীগঞ্জে হোল্ডিং ট্যাক্স ইস্যুতে পৌরবাসীর সঙ্গে ইউএনওর সরাসরি সংলাপ

Sharing is caring!


Manual6 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

Manual1 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে পৌর হোল্ডিং ট্যাক্স দ্বিগুণেরও বেশি বাড়ানোর অভিযোগে পৌর গেট এলাকায় রোববার (২৯ জুন) বিক্ষুব্ধ হয়ে জড়ো হন সাধারণ পৌরবাসী।

Manual2 Ad Code

বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি পৌরবাসীর কথা শুনেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

কালীগঞ্জ পৌরসভার গেটের সামনে গাড়ি থামিয়ে ইউএনও তনিমা আফ্রাদ জড়ো হওয়া সাধারণ মানুষদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। পৌরবাসীর অভিযোগ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য হোল্ডিং ট্যাক্স হঠাৎ দ্বিগুণ কিংবা তারও বেশি হারে বৃদ্ধি করা হয়েছে, যা অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

Manual2 Ad Code

তনিমা আফ্রাদ তাৎক্ষণিকভাবে পৌরসভার কর বিভাগ, হোল্ডিং ট্যাক্স সেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং সবার সামনে এ বিষয়ে সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “হোল্ডিং ট্যাক্স নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। কিছু কিছু হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়েছেন, যা আমরা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি। আজকের পর থেকে বিভ্রান্তি ও দুশ্চিন্তার অবসান হবে।”

পৌর প্রশাসক আরও জানান, “ট্যাক্সে মাত্র ১০ শতাংশ হারে সামান্য বৃদ্ধি করা হবে। কারও যদি বিগত সময়ে বকেয়া থেকে থাকে, তাহলে তা পরিশোধ করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবার যদি কেউ নতুন স্থাপনা নির্মাণ করে থাকেন, তবে সে অনুযায়ী অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারিত হবে।”

Manual3 Ad Code

ঘটনাস্থলে উপস্থিত পৌরবাসীরা ইউএনও’র সরাসরি উপস্থিতি এবং আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। তাদের অনেকেই জানান, প্রশাসনের এমন মানবিক ও সরাসরি ভূমিকা খুবই ইতিবাচক, যা সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।

Manual1 Ad Code
Manual8 Ad Code