Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের শমশেরনগর রোডে খোলা বাজারে ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় শমশেরনগর রোডের জুঁই স্টোরে খোলা বাজারে ও.এম.এস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রসাশক মোঃ ইসরাইল হোসেন।
এসময় মৌলভীবাজার পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, কারিগরি খাদ্য পরিচালক মোঃ শাকির আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সুত্রধর, সাংবাদিক রিপন কান্তি ধর, জুঁই স্টোরের সত্ত্বাধিকারী ও.এম.এসের ডিলার জুয়েল সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড ও.এম.এসের ডিলার জুয়েল সুত্রধর জানান, জুঁই এন্টারপ্রাইজে খোলা বাজারে চাল/আটা বিক্রয় (ও.এম.এস) কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।