আজ শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী ফার্টিলাইজার এসোসিয়েশন সভাপতি ওসমান, সম্পাদক রবিউল 

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
রাজশাহী ফার্টিলাইজার এসোসিয়েশন সভাপতি ওসমান, সম্পাদক রবিউল 

Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের ২০২৫/২৭ দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্কে দুপুর সাড়ে ১২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৮৮ জন ভোটারের এর মধ্যে ৮৭ জন ভোট প্রদান করে।  এর মধ্যে সভাপতি পদে মোট ৮৩ টি ও সাধারণ সম্পাদক পদে মোট ৮২ টি ভোট পড়েছে। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ওছমান আলী ৪৮ টি ও তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম ৩৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৪৫ টি ও তার প্রতিদ্বন্দ্বী আ.ন.ম সামসুর রহমান মিন্টু ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।
৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে ছিলেন, রাজশাহী বিএফএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম, সদস্য হাবিবুর রহমান ও মনিরুজ্জামান, আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল, সদস্য শরিফউদ্দিন মুন্সি ।
ভোট গননা শেষে মোঃ ওসমান আলীকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল।