আজ শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালকের আত্মহত্যা

editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালকের আত্মহত্যা

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ আমির খাঁন চৌধুরী পাড়ায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে জনৈক ট্রাক চালক আত্মহত্যা করেছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উক্ত ঘটনাটি ঘটেছে। ওই ট্রাক চালকের নাম মোঃ শহিদুল ইসলাম (২৫)। সে উল্লেখিত এলাকার আবু তাহের’র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তাফা কামাল।
স্থানীয় বাসীন্দা মোক্তার হোসেন জানান, উক্ত ট্রাক চালক পারিবারিক কলহের জের ধরে উল্লেখিত সময়ে বাড়ির নিকটস্থ একটি বাঁশ-ঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে। এরপর স্বজনেরা বিষপানের বিষয় জানতে পেরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মে। ওইখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। আনুমানিক পৌণে ২ টায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।