Sharing is caring!

নাগরপর(টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক সাধারণ বৈঠক শুক্রবার
(১১ জুলাই) বাদ আসর কেদারপুরে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব সভাপতি মো. সুজন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমীন এবং উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুস সবুর মিয়া।
এসময় বক্তারা বলেন, ইসলামই একমাত্র মুক্তির পথ। ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প কিছু নেই। যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব সেক্রেটারি মো.মারুফ, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক জোরদারকরণ,সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।