Sharing is caring!
মাহমুদুন্নবী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের নওগাঁ রোড থেকে নাদৌড় গ্রামের ভেতর দিয়ে বদলগাছী সড়কে মিলিত হয়েছে গ্রামীণ একটি সড়ক । গ্রামীণ এই সড়ক এলাকাবাসীর কাছে এক আতঙ্কের নাম । সন্ধ্যা নামলেই ভংয়কর হয়ে ওঠে এই সড়ক, এই সড়কের নির্দিষ্ট একটি পয়েন্ট নাপিতপকরা কার্লভাট এলাকা যেন দুর্বৃত্তদের অভয়াশ্রম হয়ে উঠছে। এখন দিনের বেলাই যেতেও ভয় করে মানুষ। ৫ গ্রামের চলাচলকারী এই সড়কটি যেন আতঙ্কের আঁতুর ঘরে পরিনত হযেছে। এই সড়কে চলাচলকারী অনেকেই চুরি,ছিনতাই, হামলার শিকার হয়েছেন। হরহামেশাই টাকা মোবাইল, সাইকেল, মোটরসাইকেল,সোনার গহনাসহ বিভিন্ন মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে।
সর্বশেষ গত ১৭ নভেম্বর সুমন হোসেন নামের এক ব্যবসায়ী বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় ১০ লাখ টাকা ছিনতাই করে হত্যার অভিযোগ এই সড়কেই। এছাড়াও গত জুন মাসে ঘাসফুল এজিও’র ম্যানাজার নাদৌড় গ্রামের বাসিন্দা মিলন মন্ডলকে সন্ধ্যা রাতে পথরোধ করে সড়কের নাপিতপকড়া নামক স্থানে হাত পা মুখ বেঁধে বেধরক মারপিট করে হাত পা ভেঙে ফেলে রেখে মোটরসাইকেল,মোবাইল, টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ ও ওই গ্রামের ভবেশের দুজনের ২ টি মোটরসাইকেল একই কায়দায় একই স্থানে ছিনতাই হয় তার আগে ওই গ্রামের বাসিন্দা লেদ ব্যবসায়ী হাফিজুর রহমানের মোটরসাইকেল, টাকা ছিনতাই হয় সেখানেই। ধারাবাহিক ভাবে এখানে ছিনতাই চলমান রয়েছে।
স্থানীয়দের মতে প্রায় ৪০ বছরের ধারাবাহিক চুরি ছিনতাই বন্ধে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ এসব ছিনতাই রোধে এর আগেও অনেকবার পুলিশকে জায়গাটির বিষয়ে বলা সত্ত্বেও কোন সমাধান মেলেনি, রাতে পুলিশ কোন এক অজানা কারণে সেখানে যেতে চায় না বলেও অভিযোগ করেছেন একাধিক এলাকাবাসী। কোন ঘটনা ঘটলে দু এক সপ্তাহ টহল দিয়ে অজানা কারনে আবার বন্ধ করে দেন। আবার পুলিশ টহলে গিয়ে গ্রামের দোকানে বসে থেকে চা পান খেয়ে চলে আসেন মূল পয়েন্টে যায় না। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা বলেন তারা খুব ছোটবেলা থেকেই এই রাস্তায় ছিনতাই হয়। ছিনতাই রোধে সড়কে লাইটিং ব্যবস্থা, পুলিশ বক্স স্থাপনসহ পুলিশ টহল অব্যাহত রাখার দাবি স্থানীয় এলাকাবাসীর।
নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন গ্রাম পুলিশের পাহাড়া চালু করা হবে, লাইটিংয়ের জন্য ইউনিয়ন পরিষদের কোন ব্যাজেট নেই ইউএনও কে অনুরোধ করবো।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন এই রাস্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। আলোচিত সুমন হত্যাকান্ডের প্রধান আসামি বুলবুল ইসলাম আটক হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে মন্জুর হলে শুনানী হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন বলেন জননিরাপত্তায় ওই সড়কে গ্রাম পুলিশ ও পুলিশের টহল চালু থাকবে আর লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।