আজ মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিটফোর্ডের হত্যাকান্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে: বিএন পি

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৩:০৯ অপরাহ্ণ
মিটফোর্ডের হত্যাকান্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে: বিএন পি

Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে পূঁজি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে শোডউন দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
সোমবার (১৪ জুলাই ) উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ঈদগাহ মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন।
উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,  সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাজুবাঘা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমেদ রিয়েল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাদের মোল্লা,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবউস সালেহ আহমেদ সালাম, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফি,ওয়ার্ড বিএনপির সভাপতি,সাবেক কাউন্সিলর সহিদুল ইসলাম,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম রেজাসহ উপজেলা-পৌরসভা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা।