ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটির চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বটতলী মোটর ষ্টেশনে পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এ সময় তারা গোপালগঞ্জের হামলায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে স্লোগান দেন। বিশেষ করে লোহাগাড়া উপজেলায় এখনও পর্যন্ত যেসব আওয়ামীলীগের দোসরদের গ্রেফতার করা হয়নি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচী দেওয়া হয়। কর্মসূচির কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, তানভীর, এরশাদ হোসাইন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল কর্মসূচী প্রোগ্রামে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান এসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে জানান, আওয়ামী দোসরদের গ্রেফতারের বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এমনকি সম্প্রতি দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পরে ওসি আরিফুর রহমানের বক্তব্যে আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।