আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ণ

Sharing is caring!


Manual4 Ad Code
সাইফুল ইসলাম সুমন,
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর দু’টায় জুড়ী শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন তারা। সভায় উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহির উদ্দিন, শিক্ষার্থী তারেক মিয়া, আফজাল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ভারতের ইন্ধনে সম্প্রতি একটি গোষ্ঠী দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের  এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় জঙ্গি সংগঠন ইসকন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করাসহ আইনজীবী হত্যা ও চট্রগ্রামে সন্ত্রাসী তান্ডবের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
Manual1 Ad Code
Manual6 Ad Code