Sharing is caring!

মাহমুদুন্নবী , পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ভাবি কে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পত্নীতলা উপজেলার নজিপুর সদর ইউনিয়নের যোগীবাড়ি এলাকায়। এ বিষয়ে বুধবার রাতেই ভাবি বাদী হয়ে দেবরসহ তিন জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার ( ১৮ জুলাই ) সন্ধা ৬ টার দিকে লিটন হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন নিজের কর্মস্থল থেকে বাড়িতে এসে দেখে দেবর একলাস হোসেন তার বাড়ির মাটির প্রাচীর ভেঙে ফেলেছে। তাকে কারণ জিজ্ঞেস করা হলে গালিগালাজ করতে শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে একলাস তার ভাবি শাহনাজ পারভীন কে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পারপিট শুরু করে। ঠিক তখনই বাড়ি থেকে শাহনাজ পারভীন এর জ্যা আক্তারা বানু ও মঞ্জুয়ারা এসে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি,কিল- ঘুষি মারতে থাকে। শাহনাজ পারভীনের চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগ সূত্রে জানা যায়, মারধর করার পর শাহনাজ পারভীনের রুমে ঢুকে এক লক্ষ টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।
এবিষয়ে অভিযুক্ত একলাস বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠানো হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন।
এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।