আজ রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা 

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ
কালীগঞ্জে এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা 

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
কর্মশালার শুরুতে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন ট্রাজিটিতে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে উত্তরণের জন্য বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার সম্প্রতি প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য উপজেলা পর্যায়ে তিনটি স্কুল এবং তিনটি মাদ্রাসাকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “উপজেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
“শিক্ষার মানোন্নয়নে শুধু ফলাফল দেখলেই হবে না, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক মূল্যবোধ গড়েও কাজ করতে হবে।”