আজ শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুন, হামলা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৭:২৯ অপরাহ্ণ
খুন, হামলা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নস্থ গৌড়স্থানে হোসেন গং এর বিরুদ্ধে শ্রমিক জহিরকে হত্যা, হত্যা পরবর্তী বিভিন্নভাবে হামলা ও মিথ্যা সংবাদ সম্মেলনে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার পুটিবিলার গৌড়স্থান নোয়াপাড়া ৮নং ওয়ার্ডে হোসেন গং এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এ মানববন্ধন করেন।

জানা যায়, শ্রমিক জহির আহমদকে হত্যার ঘটনায় স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫জন সহ ৪জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

আসামীরা হলেন, নাজিম উদ্দীন (৩২), সে উপজেলার পুটিবিলা, গৌড়স্থান নয়া পাড়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সোলাইমান এর পুত্র।

মানববন্ধনে বক্তব্য স্থানীয়রা জানান, আমরা পুটিবিলা ইউনিয়নবাসি এই  কুচক্রের দ্বারা বিভিন্ন দিক দিয়ে হুমকির মুখে আছি৷ তাদের হাত ধরে আমাদের পুটিবিলায় এই পর্যন্ত পরপর ৫টা নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে৷ গত ১৩ জুলাই ২০২৫ তারিখে জহির উদ্দিনকে নির্মমভাবে হত্যার পরেও তারা থেমে নেই৷ গত ২২ জুলাই জগন্যতম নাটক সাজিয়ে বাড়িতে ডাকাতি করছে বলে জহির উদ্দিনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদের হত্যাকান্ডের ধামাচাপা দিতে চাচ্ছে।

বক্তারা আরো বলেন, মিথ্যা সংবাদ সম্মেলনের এখনো পর্যন্ত এক বিন্দু পরিমাণ সত্যতা মিলেনি৷ হত্যাকারিরা বিগত স্বৈরাচারী আওয়ামী আমলের সময়েও মানুষদের সবসময়ই হুমকির মুখে রাখতো৷ আমরা (পুটিবিলার) সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লোহাগাড়া থানা প্রশাসনের মাধ্যমে হত্যাকারিদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি দাবি জানায়৷

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, জহির হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার তৎপরতা চলমান রয়েছে।