আজ শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোক্তা অধিকার এর সহযোগী সংগঠন সিসিএস এর মতবিনিময় অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোক্তা অধিকার এর সহযোগী সংগঠন সিসিএস এর মতবিনিময় অনুষ্ঠিত

Sharing is caring!

মোঃ ওবায়দুল হক মিলন সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোক্তা অধিকার এর সহযোগী সংগঠন সিসিএস এর পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই)  সকাল ১১ ঘটিকার উপজেলা কনফারেন্স হল রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহাদাত মাহমুদ শ্রাবণের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিসিএস এর দোয়ারাবাজার উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মুফতি আবু তাহের মিসবাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিসিএস সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে মোঃ ওবায়দুল হক মিলন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, দোয়ারাবাজারে সিসিএস সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এবং তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।

বিশেষ অতিথির বক্তবে মোঃ ওবায়দুল হক মিলন সিসিএস এর কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, ভোক্তার অধিকার রক্ষায় করণীয়, কার্যক্রম ও ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, এবং সবাইকে সচেতন থেকে কার্যক্রমটি এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।

সভায় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কনশাস কনজ্যুমার্স সোসাইটি এর অর্ধশত সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, দোয়ারাবাজার উপজেলার সিসিএস এর নিবন্ধিত সদস‍্য, সিদ্দিকুর রহমান, মকদ্দুছ আলী, মনির উদ্দিন, রাসেল আহমেদ, নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকগন এসময় তারা তাদের বক্তব্যে বলেন ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সিসিএস দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দোয়ারায় সংগঠনটির কার্যক্রম যাত্রা শুরু করলে দোয়ারাবাসীও এর সুফল ভোগ করবেন।