নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারের মোট আয়তন প্রায় ২০ একর। সুখারী ইউনিয়নসহ আটপাড়া উপজেলার অন্যান্য বাজারগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ হাট।
স্থানীয়রা জানান, ব্রিটিশ শাসনামল থেকেএই নাজিরগঞ্জ বাজার পাট ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ মোকাম। ব্রিটিশ শাসনামলে তৎকালীন গৌরীপুরের জমিদার রাজেন্দ্র কিশোর চৌধুরী নাজিরগঞ্জ বাজারটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল এ অঞ্চলের প্রসিদ্ধ একটি পাট ব্যবসার মোকাম। দিনে দশ হাজার মন পাটও বেচাকেনা হতে একসময় এবাজারে।
এখান থেকে নদীপথে পাটের নৌকা ভৈরব, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করত। আগেকার সেই জৌলুশ এখন আর নেই নাজিরগঞ্জ বাজারের। তবে এখনও সারাদেশের পাইকারি ব্যবসায়ীরা এ বাজারে পাঠ কিনতে আসছেন। এবছর পাটের ভালো দাম পাওয়ায় পাটকৃষক ও ব্যবসায়ীরা সামনে সুদিনের আশাও করছেন।
আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের শত বছরের পুরোনো নাজিরগঞ্জ বাজার। মগড়া নদীর তীরঘেঁষে অবস্থিত বাজারটি দীর্ঘ শত বছর ধরে প্রতি বর্ষা মৌসুমে ভাঙছে। ভাঙনের ফলে বাজারটি বিলীন হতে চলেছে।
প্রতিদিন এ বাজারে ব্যবসা-বাণিজ্য চললেও বুধবার হাটের দিনে থাকে বেশ জমজমাট।
নদীভাঙনের ফলে বাজারটি দিন দিন ছোট হয়ে আসছে। হুমকির মুখে পড়ায় চরম আতঙ্কে রয়েছেন বাজারের কয়েকশ ছোট-বড় ব্যবসায়ী। তারা এ বাজারে নিয়মিত ব্যবসা পরিচালনার মাধ্যমেই জীবিকা নির্বাহ করে আসছেন। এ ছাড়া নদীতীরবর্তী স্থানীয় বাসিন্দাসহ বেশ কিছু পরিবারের বাড়িঘরও চরম হুমকিতে রয়েছে।
এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাজারটিকে টিকিয়ে রাখার জোর দাবি এলাকাবাসীর।