আজ বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’২৫, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৫:২২ অপরাহ্ণ
বাঘায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’২৫, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’২৫ উপলক্ষে সোমবার (২৮ জুলাই’২৫) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।  উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
তিনি বলেন, জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সেখানে, চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। একই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,বাঘা  উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে মোবাইল সার্ভিস ভ্যানে ফিজিওথ্যারাপি  চিকিৎসা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  ডাঃ আছাদুজ্জামান (আশাদ),কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মৎস্য অফিসার তহুরা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের  অফিসার মনসুর আলী, বাদশা আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স (ব্রাদার ও সিসটার), উপজেলার দপ্তর প্রধান ও চিকিৎসা নিতে রোগী এবং স্বজনরা ।
উদ্বোধন শেষে ডিজিটাল পেসার যন্ত্রে রক্তচাপ পরীক্ষা করায়ে, হৃদরোগ বিশেষজ্ঞ এর নিকট প্রথম চিকিৎসা নেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। পরে ক্রমাগতভাবে আগত রোগীদের চিকিৎসাসহ ঔষধ প্রদান ও স্বাস্থ্য সচেতনতায় পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত- হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রওশন কবির,মেডিক্যাল অফিসার ডাঃ নয়ন কুমার, ফিজিওথ্যারাপি  চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  ডাঃ আছাদুজ্জামান জানান,বিকের ৪টা পর্যন্ত পুরুষ-মহিলা ও শিশু মিলে মোট ১৫০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের  চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা জানান,৪টা পর্যন্ত নারি-পুরুষ মিলে মোট ৩২ জনকে ফিজিওথ্যারাপি  চিকিৎসা দেওয়া হয়েছে।