আজ বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৭:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংস্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৪টি স্টল প্রদর্শন করা হয়েছে।