Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আমজদ আলী নুরুল কোরআন রোকিয়া সদরখলা মাদরাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নুরুল কোরআন সদরখলা মাদরাসা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-০৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।
এসময় অন্যান্যদের মধ্যে খালপার জামে মসজিদের মোতাওয়াল্লী আলবাবুর রহমান, মাদরাসার ভূমিদাতা হাজী আনোয়ার হোসেন আনা মিয়া, ইফতেখার হোসেন নাদিম, ফয়জুর রহমান, সমশের আলী স্বপন সহ এলাকার মুরব্বিয়ান, যুবকবৃন্দ ও মাদরাসার ছাত্র-ছাত্রী এবং উস্তাদবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, মাদরাসা শিক্ষা আমাদের ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। এটি কেবল ধর্মীয় শিক্ষা প্রদান করে না, বরং আদর্শ মানুষ গঠনের কারখানা হিসেবেও কাজ করে। এখান থেকে আলেম, মুফতি, হাফেজ এবং দ্বীনদার সমাজসেবক তৈরি হয়। যারা জাতির নৈতিক ও আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, আমাদের দেশের সামাজিক ও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলোই শিক্ষার্থীদের মধ্যে ইসলামী আদর্শ, মানবতা, ন্যায়নীতি ও চারিত্রিক দৃঢ়তা গড়ে তোলে। তিনি সকল অভিভাবকবৃন্দ ও সমাজের দায়িত্বশীলদের আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন মাদরাসা শিক্ষাকে অবহেলা না করি, বরং একে আরও সমৃদ্ধ করতে সহযোগিতা করি।