আজ বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় দিনের আলোয় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই 

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ণ
বড়লেখায় দিনের আলোয় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই 

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা মেয়ের গলায় দা ধরে ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০শে জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ও তার সাথে থাকা মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদ’কে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২লক্ষ টাকা ও গলার স্বর্ণের একটি চেইন ও একটি আঙ্গটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ব্যবসায়ী আব্দুল আহাদ খসরুর ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। এসময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়াম ও সাথে ছিল। তারা ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা ও একটি স্বর্ণের চেইন এবং একটি আঙটি নিয়ে পালিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানের সিসি ফুটেজ কালেক্ট করে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।