আজ শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী (সৈকত এক্সপ্রেক্স)  ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হাসান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড়ের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল দেশবাংলাকে জানান, ঘটনাস্থলের পাশে রেললাইনের মাঝখানে সাড়ে দশটার দিকে হাসানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তবে, ট্রেনের কাটায় তার লাশ চারদিকে ছিড়ে ছিটকে পড়েছিল।
রাত ১০টার দিকে ট্রেনে কাটা পড়েছে বলেও জানান তিনি।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার  মোঃ লোকমান দেশবাংলাকে জানান , ট্রেনের কাটায় যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি।কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল।