আজ রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে  বাঘায়  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Sharing is caring!

দোয়েল, বাঘা,রাজশাহী,প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারর্সন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬আগস্ট) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঘা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যনারে বিকেল ৫ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে  রাজশাহী জেলা ছাত্রদল সদস্য আল-আমিন জমাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, জেলা স্বেচ্ছা সেবকদল নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদল সাবেক সদস্য রাশিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আমির হোসেন, টনিজ আহম্মেদ, রাজশাহী মহানগর ছাত্রদল সদস্য তুষার আহম্মেদ, বাঘা পৌর ছাত্রদল আহবায়ক শিমুল ইসলাম, সদস্য সচিব মাসুম পারভেজ, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম শিমুল হোসেন প্রমুখ।
বক্তব্যকালে আল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন। তার নের্তৃত্বেই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন,ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসরা ওৎ পেতে আছে। সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আর যেন আমাদের জুলাই-আগষ্ট ফিরে দেখতে না হয়। উপজেলা যুবদল নেতা খালেদ মাহমুদ মিঠুর পরিচালনায় আলোচনা সভা শেষে দোয়া প্রার্থনা করেন হাফেজ রাসেল আহম্মেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন  । উপস্থিত ছিলেন-যুবদল নেতা শরিফুল ইসলাম,আলমঙ্গীর হোসেন,রবিউল ইসলাম,আব্দুল আলীম সহ অনেকেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।