Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে এক বেওয়ারিশ মহিলার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মোস্তাফিজুর রহমান কলেজের সামনে এক বেওয়ারিশ মহিলার মৃত দেহ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিক সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর সদস্যরা উক্ত বেওয়ারিশ মহিলার লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করেন।
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মিজানুর রহমান জানান, দুপুর ১ টার দিকে আমরা এ বেওয়ারিশ মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সাথে আলাপ করলে জানা যায় বেওয়ারিশ মহিলাটি বেশকিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে ঘুরে বেড়াতেন এবং প্রায় সময় তার মূখে আল্লাহ আল্লাহ বলতেও শুনেছে অনেকে। সে সুবাদে বুঝা যায় বেওয়ারিশ মহিলাটি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের ব্যবস্তা করি।
এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাকিন উদ্দিন, লোহাগাড়া কমিটির গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিত, আফরান তৌহিদ, সজিবুল হাসার, এস. রহমান, জাতুল আকমাম।