আজ শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৫৫ তম ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুনবী (স:) মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
৫৫ তম ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুনবী (স:) মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরত মাহফিল উপলক্ষে  মাহফিল মোতায়াল্লী কমিটির সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার (২৯আগস্ট) সীরতুন (স:) মাহফিলের স্থায়ী কার্যালয়ে মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।
শাহজাদা তৈয়বুল হক বেদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল মানিক, চুনতী সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি বাবর হোসাইন ছিদ্দিকী, কাজী আরিফুল ইসলাম, কফিল উদ্দিন লিটু,লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ।
বক্তারা বলেন অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী,আবু সাদেক খান, সাদুর রহমান, কাজী মোহাম্মদ আনাস, নজুরুল হুদা প্রমূখ।
মোতায়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক  আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন।
সভায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে বায়তুল্লাহর খতিব আলহাজ্ব মাওলানা জাফর সাদেক ইকবাল পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।