আজ রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমার লোহাগাড়া ডম কম”র মাধ্যমে সহজেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে- ইউএনও সাইফুল ইসলাম

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ
আমার লোহাগাড়া ডম কম”র মাধ্যমে সহজেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে- ইউএনও সাইফুল ইসলাম

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া, (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের
নাগরিকেরা যেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সেবা নিশ্চিত করতে পারে সেজন্য লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে “আমার লোহাগাড়া ডম কম” নামে একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই আবেদন করা যাবে ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্রসহ সকল ধরনের নাগরিক সেবা। এতে সময়ও বাঁচবে এবং ভোগান্তি থেকেও রক্ষা পাবে সেবাপ্রাপ্তিরা।
রবিবার (৩১ আগস্ট) সকালে লোহাগাড়া উপজেলার  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে
এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন আগামী সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ইং থেকেই এ ওয়েবসাইটটি চালু করা হবে। এতে নাগরিকরা ঘরে বসেই আবেদন করতে পারবে।
ইউএনও সাইফুল ইসলাম আরো বলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ৮১টি ওয়ার্ডে ইউপি সদস্য এবং সচেতন নাগরিকদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে প্রত্যেক এলাকায় ইভটিজিং, মাদক, জুয়াসহ সবধরনের অপরাধ রোধ করা সম্ভব হবে। যেসব ইউপি সদস্যরা তাদের এলাকার অপরাধীদের তথ্য গোপন রাখবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন ইউএনও সাইফুল ইসলাম।
এছাড়াও শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অযথা বাইরে ঘুরাঘুরি না করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে ওই কমিটিকে। টার্পের খেলাধুলার কারণে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা হচ্ছে, তাই রাত ৮টার পর কোন শিক্ষার্থী যেন টার্পে খেলাধুলা না করে সে বিষয়টিও দেখবে প্রত্যেক এলাকার গঠিত হওয়া কমিটির সদস্যরা।
প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক বাজার গুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার নির্দেশ দেন ইউএনও সাইফুল ইসলাম।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের  মেজর মুহাম্মদ রাঈম, থানার ওসি আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লা ইসলামাবাদী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক মাওলানা কাজি নুরুল আলম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার প্রধান সমন্বয়ক জহির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।