আজ মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এনআইএমসি ও ডি-ডব্লিউ একাডেমির আয়োজনে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০২:৩৪ অপরাহ্ণ

Sharing is caring!


Manual5 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
গণমাধ্যম ইন্সটিটিউট এর আয়োজনে ও ডি ডব্লিউ একাডেমির সহযোগিতায় জলবায়ু বিষয়ক সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় সারাদেশের ১০ জন মিডিয়া ব্যাক্তিত্ব ও জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের ৫ জন কর্মকর্তা অংশ নেন।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেন।
বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক (এডমিন) আজিজুল হক,  পরিচালক (প্রশিক্ষণ) ড. মারুফ নেওয়াজ, উপ পরিচালক সোহেল রানা ও রিসোর্স পার্সন রফিকুল ইসলাম মন্টু।
এর আগ শনিবার সকালে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মোহাম্মদ আলতাফ উল আলম।
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডি ডব্লিউ ডি ডব্লিউ একাডেমির প্রকল্প সমন্বয়ক (বাংলাদেশ, এশিয়া ও ইউরোপ) জিমি আমির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রিসোর্স পার্সন ও ট্রেনিং ফ্যাসিলেটর ইফতেখার মাহমুদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও অনুষ্ঠান) ড. মারুফ নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ পরিচালক ও প্রশিক্ষণ কর্মশালার পরিচালক সোহেল রানা।
Manual1 Ad Code
Manual8 Ad Code