আজ শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এনসিপির সাংবাদিক সন্মেলনে সারজিস আলম

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:২১ অপরাহ্ণ
সিলেটে এনসিপির সাংবাদিক সন্মেলনে সারজিস আলম

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “আমাদেরকে (এনসিপি) নির্বাচনের মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা নির্বাচনের বিপক্ষে নই। ফেব্রুয়ারী বা তার আগেই নির্বাচন হোক—এতে আমাদের আপত্তি নেই। তবে শর্ত হচ্ছে, গত ১৭ বছর যারা দেশ লুট করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে এবং জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে—তাদের বিচার দৃশ্যমান হতে হবে। প্রধান কালপ্রিটদের বিচারের নিশ্চয়তা ছাড়া আমরা নির্বাচনে যেতে রাজি নই।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের ভাইদের রক্তের ওপর যারা উপদেষ্টা হয়েছেন, তারা কী সংস্কার করেছেন, সেটা আমরা জানতে চাই। ‘সংস্কার’ শব্দটি সবচেয়ে বেশি আমরাই (এনসিপি) বলে আসছি। শুধুমাত্র নির্বাচনের জন্য তো গণঅভ্যুত্থান হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ প্রধান অপরাধীদের বিচার দেখতে চাই। যখন এ রায় কার্যকর হবে, তখনই অন্তত আমরা নিশ্চিত হতে পারব যে সবার বিচার একদিন হবে।”
সারজিস আলম জানান, নির্বাচনে যাওয়ার আগে জনগণের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। এজন্য তারা সারাদেশে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আগামী নভেম্বরের মধ্যেই প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। দেশের স্বার্থে তৃতীয় একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গড়ে তোলা এখন প্রয়োজন।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটে যাওয়া ঘটনাকে তিনি “অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক” বলে মন্তব্য করেন।
সিলেট নগরীর জেল রোডে অবস্থিত হোটেল পানসী ইনে বুধবার (২৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ও মহানগরের সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ সিলেট জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সারজিস আলম জেলা, মহানগর ও উপজেলা নেতৃবৃন্দের সমন্বয় সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।