Sharing is caring!
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
“টেকসই উন্নয়নে পর্যটন” এ বছরের প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস-২০২৫।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাধানগর পর্যটন কল্যাণ পরিষদ ও ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল জোনের উদ্যোগে শুরু হয় বর্ণাঢ্য র্যালি।
রাধানগরের প্রবেশদ্বার ও গ্র্যান্ড সুলতান রিসোর্টের মূল ফটকের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সভাপতি কুমকুম হাবিবা এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সভাপতি তাপস দাশ। র্যালির সমাপনীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।
র্যালিটি রাধানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় প্যারাগন হোটেলের সামনে, যেখানে পরিবেশিত হয় সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য।
এ আয়োজনে যোগ দেন স্থানীয় হোটেল-রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, স্যুভেনির ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি চা-শ্রমিক, খাসিয়া ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষও তাদের নিজস্ব পোশাকে অংশ নেন। স্কুল শিক্ষার্থীদের হাতে সাজানো ডালায় চা-পাতা, আনারস, লেবু ও সাতকড়া বহন ছিল র্যালির বিশেষ আকর্ষণ।
অনুষ্ঠানের মাঝপথে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। আয়োজকরা মনে করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে টেকসই পর্যটন বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।