আজ সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম শীর্ষক নৃত্যনাট্য’

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম শীর্ষক নৃত্যনাট্য’

Sharing is caring!


Manual6 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়িত হয়েছে। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে মহালয়া উপলক্ষে আয়োজিত ‘শারদ উৎসব’ এর আয়োজন করে দেবাঙ্গন ছাত্র পরিষদ।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত থেকে অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের হাওয়াইয়ান গিটার শিল্পী বাডস রেসি. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুপর্ণা দেবনাথ, দেবাঙ্গন ছাত্র পরিষদের উপদেষ্টা এস কে দাশ সুমন, সাংবাদিক রুপম আচার্য্য, পিন্টু দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রিতম ব্রহ্মচারী।
অনুষ্ঠানে আগমনী সঙ্গীত পরিবেশন করে সারগাম সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। পরে নৃত্যানুষ্ঠান নৃত্যের ছন্দে তালে লয়ে দেবীবন্দনা অনুষ্ঠিত হয়। এদিকে রাত ১০ টার দিকে আগমনী ডান্স প্রোডাকশন হাউস এর পরিবেশনায় ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। এটি পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক প্রাপ্ত প্রীতম, সহযোগি নৃত্য পরিচালক হিসেবে ছিলেন দেবযানী রায়।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নাট্যবেদ ও নৃত্যাঙ্গণের শিল্পীরা। এছাড়াও মাতৃসঙ্গীত পরিবেশন করেন শুভাকর আচার্য্য প্রান্ত ও মুন্না গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিতা দেব ও প্রশান্ত বৈদ্য।
প্রায় অর্ধশতাধিক নৃত্য শিল্পী নিয়ে ‘দেবী মাহাত্ম্যম নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। রাত দেড়টার দিকে সুরের মূর্ছনায় সঙ্গীত পরিবেশেন করতে মঞ্চে উঠেন সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। এসময় অনুষ্ঠানে দেবাঙ্গন ছাত্র পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual6 Ad Code