Sharing is caring!
মো: জাফর ইকবাল:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মো: জিয়াউল হাসান, বি ভি এম এস,পি এ এম এস ।
মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে পরিদর্শন কালে পূজামন্ডপ কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যদের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উক্ত পূজা কমিটির সকলকে বাহিনীর মহাপরিচালকের পক্ষে ফুলেল ও মিষ্টান্ন উপহার দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রী শ্রী আবাহন পূজা মন্ডপ ফরেস্ট অফিস রোড, শ্রী শ্রী ত্রিনয়নী শিববাড়ী পূজামন্ডপ, ফরেস্ট রোড, সৈয়দপুর, ও শ্রী শ্রী মহেশ্বরী পূজা মন্ডপ, কাশিনাথ স্কুল মাঠ এবং কুলাউড়া উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালিবাড়ী দক্ষিণবাজার, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি ও শ্রী শ্রী কানাইলাল প্রভুর দেবালয় পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমাড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন, সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ও উপজেলা প্রশিক্ষক সঞ্জয় কুমার সিংহ এবং কুলাউড়া উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম ও উপজেলা প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমান সাজ্জাদ । এছাড়া ০২ টি স্ট্রাইকিং টিমের ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও উপস্থিত ছিলেন।
সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মো: জিয়াউল হাসান পরিদর্শনকালে তিনি বলেন, উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের দেশ প্রেমে উজ্জীবিত হয়ে অত্যন্ত সর্তকতার সাথে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পেশাদারিত্ব দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। যে সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতি রক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩ টি পূজা মন্ডপে ১৭১৭৮ জন (প্রায়) প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য/সদস্যা নতুন উদ্দীপনায় মোতায়েন করা হয়েছে।
এছাড়া তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩১৫৭৬ টি পূজা মন্ডপে ৯২ টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সসহ ০২ লক্ষাধিক সদস্য-সদস্যা সারাদেশে মোতায়েন করা হয়েছে।