Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
এসময় পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী এবং মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম প্রমুখ।