আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০২:০০ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

Sharing is caring!

Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক)
মৌলভীবাজার ব্লুুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল ও বুধবার (১০ ও ১১ ডিসেম্বর) দুইদিন ব্যাপী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সদর উপজেলা পরিষদ খেলার মাঠ ও ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় ১২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।
এসময় মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দ্রন কুমার পাল, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক আব্দুর রউফ, ডি ডি রায় বাবলু, প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code