Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দৃষ্টিহীন এক বৃদ্ধার পাশে দাড়ালেন সাতকানিয়া-লোহগাড়া (চট্টগ্রাম-১৫) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
রবিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম শেভরন হাসপাতালে ডাঃ শাহাদাৎ হোসেনের চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের ফতে আলী মহুরী পাড়ার বাসিন্দা হাফেজ আহমদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামির একজন কর্মী বলেও জানা যায়।
দৃষ্টিশক্তি ফিরে পাওয়া হাফেজ আহমদ জানান, ১৯৯২ সালে ডাকাতের গুলিতে আহত হয়ে তার একটি পা’ও হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সে সময় থেকেই সাতকানিয়া-লোহগাড়া (চট্টগ্রাম-১৫) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী তার পরিবারের পাশে আছেন। এখন দৃষ্টিশক্তি ফিরে পেতে সকল সহযোগিতাও করেছেন বলে জানান তিনি।
হাফেজ আহমদ দেশবাসীর কাছে সহায়াতা চেয়েছেন, তাকে সহায়তা পাঠানোর ঠিকানা: ০১৮১৪৪৮০২৮৪ (নগদ পার্সনাল), বিকাশ ০১৩০৮৭৯২৮০০ (বিকাশ পার্সনাল)।