Sharing is caring!
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা।
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন,“জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। যতদিন দেশের ইতিহাস থাকবে, ততদিন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট,খানপুর,পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া,পাকিুমড়া সহ এলাকার বিভিন্ন বাজারে ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে মামুন বলেন,“সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতে তারাও যোগ দেবেন। সনদটি উন্মুক্ত আছে—ঐক্যের পথ কারও জন্য বন্ধ নয়।”
রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা মামুন বলেন,“গত ১৭ বছর ধরে বিএনপি দমন-পীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।”
তিনি আরো বলেন, “জনগণই দেশের মূল শক্তি।” জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে বিএনপি এখন মাঠে নেমেছে । ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিচ্ছি। ৩১ দফা রূপরেখা প্রচার-প্রচারণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভারসাম্যপূর্ণভাবে কাজ করবে এবং রাষ্ট্রের একটি অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না।
উপস্থিত ছিলেন – গড়গড়ি ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ করিম টিপু, শামসুল ইসলাম,বাদশা আলম,আমিরুল ইসলাম, আবুল কালাম আজাদ.ডাবলু সরকার,হিরা আলম, যুবদলের মাহবুব আলম জনি, সেলিম আহমেদ, আব্দুল হামিদ,গড়গড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি পারভেজ ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।