Sharing is caring!
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ৩৪ তম আর্ন্তজাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, খেলাধূলা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায়, বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজন করে। আলোচনা সভার শুরুতেই কুরআন তেলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত উল্লা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকতা মনসুর আলী। স্বাগত বক্তব্যকালে তিনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন সুবর্ন শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যানে কাজ করবেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ও বিদ্যালয়টির সভাপতি শাম্মী আক্তার। তিনি বলেন,আমরা কেউ যেন প্রতিবন্ধীদের প্রতি অনচার না করি। তারাও সমাজের একজন। পারলে তাদের সহযোগিতা করবো। আগামীতে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নির্বাহি অফিসার বলেন, সরকারিভাবে যে কোন সহযোগিতা করে পাশে থাকবেন।
প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান,সমাজ সেবা কর্মর্কর্তা মাসুদ রানা, সহকারি কাস্টোডিয়ান (বাঘা যাদু ঘর ও শাহী মসজিদ)দবির উদ্দীন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক মাজেদুল হক।
পুরুস্কার বিতরণের আগে , বিদ্যালয়টির সংঙ্গীত শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী বদিউজ্জামান তার কন্ঠে গান পরিবেশন করেন ‘বাঘাতে আছেরে ভাই এমন বিদ্যালয়’। তবলায় ছিলেন আরেক সংগীত শিল্পী শ্যামল কুমার। উপস্থিত ছিলেন,বিদ্যালয় প্রতিষ্টাতা পরিচালক সাইফুল ইসলাম,শিক্ষক আসাদুজ্জামান রান্টু, শিক্ষক সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা-অভিভাবকবৃন্দ।।