Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নতুন পরিষদের দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, রেড ক্রিসেন্টের মূল ভিত্তি মানবতা, সেবা এবং স্বেচ্ছাসেবার চেতনা। আগামী দিনে রক্তদান কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে। এসময় তারা পথচলায় সবার সহযোগিতা কামনা করে বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্টকে সবার সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
রেড ক্রিসেন্টে সোসাইটির সিলেট ইউনিটের চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নব’নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, নিঝর রায়, এম কামরুজ্জামান দিপু, আবু সাইদ মো. ইব্রাহিম, পারভেজ আহমেদ, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন।
সভা শেষে সিলেটের বিভাগীয় কমিশনার এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হোন ।