আজ শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর শ্রীমঙ্গলে সাংগঠনিক সফর 

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর শ্রীমঙ্গলে সাংগঠনিক সফর 

Sharing is caring!

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উদ্যোগে শ্রীমঙ্গলে সংঘদান অষ্টপরিস্কার সহ সংঘদানে অংশগ্রহন ও সাংগঠনিক সফর।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা অধ্যক্ষ বরন কুমার চৌধুরী ও স্মরন কুমার চৌধুরী’র প্রয়াত পিতা দিলীপ কুমার চৌধুরী, মাতা প্রয়াত অর্চনা চৌধুরী ও কনিষ্ঠ ভ্রাতা মিত্র কুমার চৌধুরী’র পারলৌকিক শান্তি-সুখ কামনায় শ্রীমঙ্গের দেববাড়ীর স্মরণ কুমার চৌধুরীর বাস ভবনে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসাবে উপস্থিত  ছিলেন রাজধানী ঢাকার মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার’র অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারার তালসরা আনন্দধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারার বটতল জেতবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় ভিক্ষু, মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক প্রজ্ঞারত্ন ভিক্ষু, সিলেট বৌদ্ধ বিহার থেকে আগত ধর্মজ্যোতি ভিক্ষু সহ ঢাকা -চট্টগ্রাম ও সিলেট থেকে আগত জ্ঞাতীবৃন্দ।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে পারম্ভিক বক্তব্য রাখেন অধ্যক্ষ বরন কুমার চৌধুরী। আরো বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত পরম জ্ঞাতী শ্যামল মিত্র বড়ুয়া,  বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, টুম্পা বড়ুয়া, মুক্তি বড়ুয়া, কাবেরী চৌধুরী, রত্না বড়ুয়া, শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া, দীপান্বিত বড়ুয়া জয়ী, রানা বড়ুয়া, সুজিত বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয়, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ।
সংঘদান ও জ্ঞাতিভোজন শেষে সংগঠনের সভাপতি লিটন বড়ুয়ার সভাপতিত্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।।
Manual1 Ad Code
Manual3 Ad Code