Sharing is caring!
সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- জুড়ী থানার ওসি তদন্ত মোহাম্মদ জহিরুল হক, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, জুড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এনসিপি নেতা আফজাল হোসেন, জুড়ী বিদ্যুৎ সরবরাহ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য আবুল কাশেম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, উপজেলা তথ্যআপা প্রকল্পের তথ্যসেবা সহকারী মিনতী দেবী, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নান্টু দত্ত, সোহেল আহমদ, প্রতিভা রানী দে, সাবিত্রী চৌহান, তাহমিনা আক্তার মিলি সহ অনেকেই।
আলোচনা সভা শেষে ৩ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শ্রেষ্ঠ জয়িতা সালওয়া জেরিন সালমা, কাজল দেবী ও সাজেদা খাতুন এর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দেন।