Sharing is caring!
উৎফল বড়ুয়া:
চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমির এক সাধারণ সভা চট্টগ্রাম মহানগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক জনাব নুরুল ইসলামের সভাপতিত্বে ও সবুজ বড়ুয়া পিলুর সঞ্চালনায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৭ ডিসেম্বর পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়াকে চেয়ারম্যান, সংগঠক সরিৎ চৌধুরী সাজুকে সিনিয়র কো-চেয়ারম্যান, ডা. জিসান চৌধুরী রাফিকে কো-চেয়ারম্যান এবং প্রাক্তন ফুটবলার সবুজ বড়ুয়া পিলুকে সাধারণ সম্পাক নির্বাচিত করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে ডা. উম্মে ফাতিমা সুমাইয়া, আসকার খান বাবু, সুমন দে, মানু দত্ত, মোর্শেদ আলম, মোঃ রুবেল আহম্মেদ, রনি চৌধুরী, প্রিয়রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।