Sharing is caring!
স্বপন কুমার সিং :
বাহুবল হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইজ্জতনগর এলাকায় পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব উদযাপিত হচ্ছে। সৎসঙ্গ বাংলাদেশ, বাহুবল উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্বর্গীয় নেপাল দেবের বাসভবন প্রাঙ্গণে দুদিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শুরু হওয়া এই উৎসবের গতকাল ২০ ডিসেম্বর শনিবার রাতে ছিল সমাপনী দিন। প্রথম দিন ভোর থেকেই ঊষা কীর্তন, সমবেত বিনতি প্রার্থনা ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।দ্বিতীয় দিন সকাল ১০টায় ‘সমাজ গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক এক বিশেষ মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে শ্রীশ্রী ঠাকুরের লীলা কীর্তন শেষে কয়েক হাজার ভক্ত ও পুণ্যার্থীর মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বিকেলে ‘মানবজীবনে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ’ শীর্ষক এক ধর্মসভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক ও বক্তারা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনদর্শন ও আদর্শের ওপর আলোকপাত করেন। সন্ধ্যায় বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। উৎসব চলাকালীন প্রতিদিন ইচ্ছুক ব্যক্তিদের জন্য দীক্ষা গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।
উৎসব উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন রায় ও সম্পাদক নিখিলেশ দেব, শ্রী শ্রীগুপিনাথরায়(স্বস্ত্যয়নী),বিকাশ দেব, তপন দেব জানান, এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই উৎসব সফল হয়েছে। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ সহযোগিতায় ছিলেন লায়ন সুনীল চন্দ্র দাশ ও আইনজীবী অর্জুন রায়।এ ছাড়া ও সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ থেকে আগত ভক্ত ও আলোচকগণেরসহ হাজারও অনুষ্ঠানপ্রেমীদের আগমনে মুখরিত হয়ে ওঠে উৎসব অঙ্গন।