Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL) টি-২০ ২০২৬ এর-১২তম আসর এ মোট ১২টি ম্যাচ আগামী ২৬ ডিসেম্বর হতে ০২ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে শনিবার ২০ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ০৬ টি ক্রিকেট দল (সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যা্লস, ঢাকা ক্যাপিটাল ও রংপুর রাইডার্স) অংশগ্রহন করবে।
উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, এনএসআই, সিকিউরিটি অ্যাডভাইজর, বিসিবি, র্যাব ৯, অধিনায়ক, ৩৪ বীর, ৪৮ বিজিবি ব্যাটালিয়ন, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সিলেট), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট), সিভিল সার্জন সিলেট, উপ-পরিচালক আনসার ও ভিডিপি, সিলেট,আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট)-এর ভেন্যু ম্যানেজার ও সংশ্লিষ্ট হোটেল-এর প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করেন। পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন। খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।