আজ সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরের বেকড়া ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ণ
নাগরপুরের বেকড়া ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!


Manual4 Ad Code
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ইউনিয়ন জামায়াত অফিসে শাখা যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামসুল হক, সেক্রেটারি মাওলানা ছামিনুর ইসলাম, সহ-সেক্রেটারি মো. নূরুল আলম এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের কার্যকরী সদস্য মো. তারিকুল ইসলাম, মো. আব্দুর রহমান এবং নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতের সদস্য মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code