স্বপন কুমার সিং :
সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করার পর রোববার (২১ ডিসেম্বর) মৌলভীবাজারের সাতগাঁও বাজার এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে পড়ে। একই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস–ও বিপাকে পড়ে, ফলে দুই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, উদয়ন এক্সপ্রেসের নির্ধারিত সময় ছিল সকাল ৬টায় সিলেট পৌঁছানো। কিন্তু ইঞ্জিন সমস্যার কারণে ট্রেনটি সময়মতো সিলেটে পৌঁছাতে পারেনি। সকাল সাড়ে ১০টার দিকে রশিদপুর এলাকায় এসে উদয়ন এক্সপ্রেস আটকে পড়ে। এতে ঢাকাগামী কালনী এক্সপ্রেসও আটকে যায়।
এ সময় এলাকায় কনকনে ঠান্ডা পড়ায় ভোগান্তি আরও বেড়ে যায়। ট্রেন দুটিতে বয়স্ক যাত্রী, অসুস্থ রোগী ও শিশুরা থাকায় পরিস্থিতি ছিল উদ্বেগজনক।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনের শক্তি দুর্বল হয়ে পড়ায় উঁচু পথে ট্রেনটি উঠতে পারছিল না। পরিস্থিতি সামাল দিতে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন উদয়ন এক্সপ্রেসে এবং উদয়নের ইঞ্জিন কালনী এক্সপ্রেসে সংযুক্ত করা হয়।
ইঞ্জিন পরিবর্তন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বে কালনী এক্সপ্রেস সাতগাঁও স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর উদয়ন এক্সপ্রেস সিলেটের পথে রওনা দেয়।
ঘটনাটি নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শীতের মধ্যে দীর্ঘ সময় ট্রেনে আটকে থাকা ছিল অত্যন্ত কষ্টকর। রেল কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনা নিয়মিত যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।