সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফ দস্তেগীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
Manual4 Ad Code
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু সহ জুড়ী ও বড়লেখা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Manual3 Ad Code
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি’র মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই মৌলভীবাজার-১ আসনে জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাকে কাজ করার সুযোগ দিন। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন সকলে আমার জন্য দোয়া করবেন।
নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে ৫ জন নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এছাড়াও এদিন দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে জুড়ী শহরের নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু।