আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাজমুল মোস্তাফা আমিনের শোক

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ণ
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাজমুল মোস্তাফা আমিনের শোক

Sharing is caring!


Manual4 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংসদীয় আসন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) নাজমুল মোস্তাফা আমিন গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (৩০শে ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে সকাল ৬টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। বেগম খালেদা জিয়া বড়পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও শোকাহত বিএনপি নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নাজমুল মোস্তাফা আমিন বলেন- নিষ্ঠা, সততা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ স্তব্ধ, শোকাভিভূত। বেগম খালেদা জিয়া ছিলেন, গণতন্ত্রের পথপ্রদর্শক। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। সারাজীবন লড়াই করেছেন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি অনবদ্য সংগ্রাম করে গেছেন।
নেতাকর্মীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, অভিভাবকত্ব কঠিন পরিস্থিতিতে শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। তিনি বারবার জেল, জুলুম ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এজন্য তিনি আপোষহীন। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতির অভিভাবক এই মহান নেতা বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হলো। বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে তরান্বিত করবে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
Manual1 Ad Code
Manual2 Ad Code